বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | BALURGHAT: এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই: মমতা

Sumit | ০৬ এপ্রিল ২০২৪ ১৩ : ০৯Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বালুরঘাটের তপনের জনসভা থেকে ফের একবার ভূপতিনগরের প্রসঙ্গ উঠে এল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে। তিনি বলেন,‘‘ওখানে মহিলারা হামলা করেননি। হামলা করেছে এনআইএ। লোকের বাড়ি গিয়ে গিয়ে মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না।মমতা বলেন, ‘‘ভোটের আগে তৃণমূলের সমস্ত এজেন্টদের গ্রেফতার করতে হবে। নেতাদের গ্রেফতার করতে হবে? আমরা নিরপেক্ষ কমিশন চাই। এই বিজেপির কমিশন চাই না। ক্ষমতা থাকলে গণতন্ত্রের লড়াই করে জেতো। তৃণমূলের নেতা কর্মীদের গ্রেফতার করবে না। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করবে না। বিরোধী দলের নেতাদের গ্রেফতার করবে না।  এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই। ইডি আর আইটি বিজেপির ফান্ডিং বক্স। ভোটে বিজেপির হয়ে কাজ করছে বিএসএফ।’’ 
এদিন বালুরঘাটে নাম না করে সুকান্ত এবং শুভেন্দুকে আক্রমণ করলেন মমতা। বললেন, ‘‘আপনাদের এখানে ওই কুসান্ত বাবু আছেন, আর ওদিকে আছে গদ্দার। এরা মনে করে যা বলবে তাই করতে হবে। গায়ের জোরে চালাবে। বাংলার টাকা যারা বন্ধ করেছে তাঁরা বাংলার গদ্দার। মোদিবাবুর গ্যারান্টি ১০০ দিনের কাজ বন্ধ। জলপাইগুড়িতে দুর্যোগের টাকাও আটকে রাখা হয়েছে। জমিদার হয়ে মানুষের উপর অত্যাচার করছে বিজেপি। আমার গ্যারান্টি মা-মাটি-মানুষ।’’’ 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24